শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নিজের এলাকাতেই রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল দক্ষিণ দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। ১৩ জুলাই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া সেই মৃত্যুকে বিজেপি খুন বলে দাবি করলেও পুলিশ ও সিআইডি এটিকে প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করেছে। এবার ঘটনার ৬১ দিনের মাথায় এই ঘটনার চার্জশিট পেশ করল সিআইডি।
সিআইডি সূত্রে খবর, ধৃত দুজন নিলয় সিনহা ও মেহেবুব আলির বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৪২০ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়। সেই মামলাতেই এদিন চার্জশিট দিয়ে ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই ভোর বেলা হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে বাড়ির কাছেই এক বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
আরও পড়ুনঃ অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
পরিবার অভিযোগ করে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দেবেন রায় কয়েকদিন আগেই সিপিআই(এম) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। একটি বন্ধ দোকানের বারান্দায় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখতে পান এলাকার লোকজন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ ছবি বিকৃত করে পোস্ট, ধৃত বিজেপি যুব নেতা
এলাকায় জনপ্রিয় বিধায়কের মৃত্যুর খবর শুনেই তাকে দেখতে কয়েক হাজার মানুষ ছুটে আসেন। এলাকায় আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। বিধায়কের স্ত্রী চাদিমা রায় বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি।’ এলাকার মৃতদেহ উদ্ধার করতে গেলে রীতিমতো বিক্ষোভ মুখে পড়তে হয় পুলিশকে।
মৃত বিধায়কের পকেট থেকে উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। সেখানেই ধৃত দু’জনের নাম লেখা ছিল। জানা গিয়েছে, এই দুজনকেই বিধায়ককে বড় অঙ্কের টাকা দিতে হত। জেরার মুখে দুজনেই সিআইডি কে জানিয়েছে, তাদের থেকে মোটা টাকা ধার করেও দেবেন্দ্রনাথ শোধ করছিলেন না।
সেই কারনেই তারা হুমকি দিয়েছিলেন বিধায়ককে। এরপরেই আত্মহত্যার পথ বেছে নেন বিধায়ক। যদিও বিজেপির দাবি, ওই এলাকায় ওই বিজেপি বিধায়কের প্রভাব-প্রতিপত্তি দিন দিন বাড়ছিল। তাই তাকে চিরতরে সরিয়ে দিয়ে আত্মহত্যার পরিকল্পনা মাফিক ছক সাজানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584