নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
শীতলকুচি কান্ডে ৬ সিআইএসএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিআইডি। কোভিড পরিস্থিতিতে তাদের ভার্চুয়াল উপস্থিতির আবেদন নাকচ করে দিয়ে সিআইডির তরফে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রাজ্য পুলিশের প্রধান দপ্তর ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে।
রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় গত ১০ই এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর গুলি চালানোর ঘটনায় ৪ যুবক নিহত হয়। শাসক দলের তরফে অভিযোগ ওঠে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভীতসন্ত্রস্ত করে ভোটদান থেকে বিরত রাখার ষড়যন্ত্র হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে কোমরের নিচে গুলি করতে পারত; কিন্তু তা না করে বুক লক্ষ্য করে গুলি করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। ক্ষমতায় আসলে শীতলকুচি কান্ডের তদন্ত হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষমতায় ফিরেই রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি ঐদিনের গুলি চালানোর ঘটনায় মাথাভাঙ্গার আইসি সহ আরো দুই অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। জানা গেছে মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিআইএসএফের এক ডেপুটি কমান্ড্যান্ট,এক ইন্সপেক্টর ও ৪ কনস্টেবল পদমর্যাদার জওয়ানকে। তাদের কাছে মূলত গুলি চালানোর কারণ জানতে চাওয়া হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584