এফআইআরের ৫ দিন পরেই শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে সিআইডি

0
73

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার গেল সিআইডির হাতে। উল্লেখ্য, ৫ দিন আগেই এই ঘটনার এফআইআর দায়ের হয়েছে।

Suvendu security personal
শুভব্রত চক্রবর্তী-শুভেন্দু অধিকারী

শুভেন্দু যখন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক ছিলেন, তাঁর দেহরক্ষী থাকাকালীনই শুভব্রত চক্রবর্তীর রহস্যজনক ভাবে মৃত্যু হয় ২০১৮ সালের ১৩ অক্টোবর। স্বামীর মৃত্যুর আড়াই বছর পরে ঘটনার বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন শুভব্রত স্ত্রী সুপর্ণা। গত বুধবার কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি, সুপর্ণার অভিযোগের আঙ্গুল উঠেছে মূলত শুভেন্দু অধিকারীর দিকেই। সুপর্ণা চক্রবর্তীর অভিযোগ পাওয়ার সাথে সাথেই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ও ১২০বি ধারায় এফআইআর দায়ের করে কাঁথি থানার পুলিশ।

আরও পড়ুনঃ আইএএস আধিকারিকের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ যোগী রাজ্যে, ভিডিও ভাইরাল নেটমাধ্যমে

সুপর্ণা চক্রবর্তীর অভিযোগ পত্রের একটি প্রতিলিপি টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, শুভেন্দু-ঘনিষ্ঠ রাখাল বেরার নামও জড়িত রয়েছে ওই ঘটনায়। পাশাপাশি শুভব্রতর পরিবারের ঘনিষ্ঠ তথা মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন যে, তৎকালীন বিধায়ক শুভেন্দু অধিকারীর নির্দেশেই গোটা ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

অন্যদিকে শুভেন্দুর দাবি রাজনৈতিক প্রতিহিংসাবশত শুভব্রতর মৃত্যু নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার আড়াই বছর পর কেন হঠাৎ এই নিয়ে তৎপরতা সে নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। কাঁথি থানার থেকে তদন্তভার এখন সিআইডির হাতে, সম্ভবত সোমবার সিআইডির গোয়েন্দাদল যাবেন শুভব্রত মহিষাদলের বাড়িতেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here