নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিলয় সিংহকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে সিআইডি। আজ, বুধবার তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল সিআইডি। মঙ্গলবার সকালে তাঁকে মালদহ থেকে আটক করে পুলিশ। এরপর সিআইডি’র হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে।
বিধায়ক দেবেনবাবুর পকেটে যে সুইসাইডাল নোট পাওয়া যায় তাতে নিলয় সিংহ ও মামুদ আলিকে তার মৃত্যুর জন্য দায়ী করা হয়। দুজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সিআইডি। অভিযুক্ত মামুদ আলি এখনও পলাতক। এদিন রায়গঞ্জ জেলা আদালতে ধৃত নিলয় সিংহকে ১৪ দিন পুলিশ হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে সিআইডি।
আরও পড়ুনঃ দেবেন রায়ের অস্বাভাবিক মৃত্যু মনে করিয়ে দিচ্ছে রমজান আলি হত্যার ঘটনাকে
উল্লেখ্য, গত সোমবার সকালে রায়গঞ্জ থানার বিন্দোলের বালিয়ামোড়ে এক মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। এই ঘটনায় বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ সংঘাতের জেরে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিলেন না উপাচার্যরা
মৃত বিধায়কের জামার পকেট থেকে একটি সুসাইডাল নোট উদ্ধার করে তাতে মৃত্যুর জন্য নিলয় সিংহ এবং মামুদ আলিকে দায়ী করেছেন বিধায়ক। তাঁর রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য রাজ্য সরকার তদন্তভার সিআইডি’র হাতে তুলে দেয়। তদন্তের দায়িত্ব পেয়েই পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে তৎপর হয়।
মঙ্গলবার অভিযুক্ত নিলয় সিংহকে মালদহ থেকে গ্রেপ্তার করে সিআইডি’র হাতে তুলে দেয় পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা শুরু করেছে। যদিও বিজেপি নেতৃত্ব সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। এদিক খুনের দাবিতে বুধবার বিজেপি জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584