উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের মৃত্যুর ঘটনার তদন্তে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সিট গঠন করল। প্রসঙ্গত, সোমবার বিজেপি কর্মীর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, উলেন রায়ের মৃত্যুর কারণ তাঁর বুকে শটগানের দশ বারোটি গুলির ক্ষত।
এবিষয়ে বিজেপি জানিয়েছে, পুলিশই শটগান চালিয়েছে। তাই তারা দ্বিতীয়বার ময়না তদন্ত চাইছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে উলেন রায়ের মৃত্যুর তদন্ত করতে সিআইডি বাছাই করা অফিসারদের নিয়ে একটি শক্তিশালী সিট গঠন করা হয়েছে।
এ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে রাজ্য পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে ছররার গুলি চালানো হয়নি বলে জানানো হয়েছে ৷ এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্য পুলিশ ৷ ঘটনায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুনঃ বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ
অন্যদিকে, বিজেপির তরফে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন,”পুলিশই ছররা গুলি চালিয়েছিল।“ তার প্রমাণ তাঁদের কাছে আছে বলে দাবি করেছেন সায়ন্তন বসুর ৷ তাঁর আরও অভিযোগ পুলিশ মিথ্যা কথা বলছে ৷ প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি নেতা ৷ বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিঠি দেওয়া হয়েছে। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবিও করেছে বিজেপি।
গতকাল উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্যু নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে বিবৃতি দিল রাজ্য পুলিশ ৷
আরও পড়ুনঃ গৃহবন্দি কেজরিওয়াল! দাবি আপের, অস্বীকার পুলিশের
সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্যু হয়েছে ৷ তবে, পুলিশ প্রশাসন শট গান ব্যবহার করে না ৷ এতে স্পষ্ট যে গতকালের প্রতিবাদের সময় সশস্ত্র বিজেপি কর্মী আনা হয়েছিল ৷ তারাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে।
পুলিশের তরফে আরও বলা হয়েছে, মৃত্যু ব্যক্তি কাছেই দাঁড়িয়ে থাকা কারও শটগানের গুলির আঘাতে ওই নিহত ব্যক্তির শরীরে লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাকে নজিরবিহীন বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে, রাজ্য পুলিশের তরফে তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে ৷ তদন্তভার হাতে পেয়ে সিআইডির তরফে সিট গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারত বনধ সফল করতে শিলিগুড়িতে পথ অবরোধ ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির
মৃত দেহ, ফের ময়নাতদন্তের দাবি বিজেপির, বিতর্ক এড়াতে গতরাতেই জেলাশাসকের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দেহ ময়নাতদন্ত করা হয় পুলিশের ব্যবস্থাপনায়। পরিবারের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত । ময়নাতদন্তের পর পুলিশ রাতে দেহ দাহ করার জন্য পরিবারের কাছে আবেদন জানায়। যদিও পরিবারের সদস্যরা তাতে রাজি হননি।
আর এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির তরফে রাতে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তেলা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এদিন বিজেপি নেতা সায়ন্তন ঘোষ অভিযোগ করেন, পুলিশ রাতে উলেনের পরিবারকে তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করায় ৷
এমনকি পরিবারকে দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ বলা হয়েছে, উলেন রায় দুষ্কৃতীদের হামলায় মারা গেছে, এমন বিবৃতিতে জোর করে সই করানো হয়েছে পরিবারকে দিয়ে ৷ প্রয়োজনে সুবিচার পেতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আইনের পথেও হাঁটবেন বলে জানিয়েছেন সায়ন্তন বসু ৷ বিজেপির অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তিনি পালটা বিজেপিকে আদালতে যাওয়ার কথা বলেছেন।
আরও পড়ুনঃ কৃষকদের ডাকা ভারত বন্ধে সকালেই ধর্মতলায় পুড়ল মোদীর কুশপুতুল
মৃত্যুতদন্তে চক্রান্তের অভিযোগ, বনধ সমর্থনে পথে বিজেপি ইতিমধ্যেই বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে ৷ সেই নিয়ে একটি চিঠিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবি জানিয়েছে তারা ৷ ফের ময়নাতদন্ত না হলে, মৃত উলেন রায়ের দেহ নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
এদিন রাজ্য পুলিশের দেওয়া বিবৃতিও মানতে অস্বীকার করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ তাঁর পালটা অভিযোগ, পুলিশই শটগান চালিয়েছে ৷ আর তা যদি না হয়, তাহলে পুলিশের মধ্যেই দুষ্কৃতীরা লুকিয়ে থেকে শটগান ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন সায়ন্তন বসু ৷ প্রয়োজনে আইনের পথে যাওয়ার কথাও জানান তিনি ৷ যারপরেই গোটা ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷
উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় গেরুয়া শিবিরকে সরাসরি কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি নিজেরা মিছিল করে নিজেরা লোক মারে।
পাবলিসিটি করার জন্য। প্রোপাগান্ডা করার জন্য। বিজেপি ঝড়ের বেগে কুৎসা করে। আমি কুৎসা করি না। ঝড়ের বেগে কাজ চাই, উন্নয়ন চাই।“
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আজ এক সাংবাদিক সম্মেলনে উত্তরকন্যা অভিযানে এই বিজেপি কর্মীর মৃত্যুর জন্য বিজেপিকে সরাসরি দায়ী করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584