বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠের হীরকজয়ন্তী উদযাপন

0
777

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদনীপুরঃ

বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের প্রাক্কালে বর্ণাঢ্য প্রভাত ফেরী। মেদিনীপুরে নারীশিক্ষা প্রসারের অগ্রণী প্রতিষ্ঠান বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে পদার্পন উৎসবের মূল অনুষ্ঠানের সূচনা হবে শুক্রবার। উদ্বোধন করবেন দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রব্রাজিকা নির্বেদপ্রাণা, উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ্ সুদিন চট্টোপাধ্যায়, জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রমুখ। মূল অনুষ্ঠানের প্রাক্কালে আজ বৃহস্পতিবার সকালে​ বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

মশাল প্রজ্বলনের মধ‍্য দিয়ে শোভাযাত্রার সূচনা করেন মেদিনীপুর ভারত সেবাশ্রমের শ্রীমৎ স্বামী মিলনানন্দজী মহারাজ। সহস্রাধিক ছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গের বর্ণাঢ‍্য প্রভাতফেরীর শহরের মূল রাস্তা গুলি পরিক্রমা করে। ছাত্রীদের নিয়ে বিভিন্ন থিমের​ উপর টীম তৈরি হয়েছিল। অংশ নিয়ে ছিল “নানা ভাষা নানা মত”দল, কন‍্যাশ্রী দল, সেফ ড্রাইভ,সেভ লাইভ দল, জাতীয় সবুজ বাহিনী দল, মাদাম কুরি বিজ্ঞান কেন্দ্র দল, নির্মল বিদ্যালয় অভিযান দল, সাঁওতালী নৃত্য, ব্রতচারী নৃত্য, ডিজনীল‍্যান্ড, বাউল নৃত্য , রণপাদল, ঢাকের বাদ‍্যির দল, মঙ্গল ঘট বাহী দল প্রভৃতি।

নিজস্ব চিত্র

শোভাযাত্রার সময় রাস্তায় বিভিন্ন মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। নজরকাড়া এই শোভাযাত্রা রাস্তার দুধারের পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায়, বিদ‍্যালয় পরিচালন সমিতির সভাপতি সেক্ পাঞ্জাব আলি, বিশিষ্ট আইনজীবী​ শ‍্যামলেন্দু মাইতি, উদ‍্যোগপতি মদন মোহন মাইতি,বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ সেন, চিকিৎসক বিবেক বিকাশ মন্ডল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, হীরক জয়ন্তী উৎসব কমিটির কার্যকরী সভাপতি প্রসূন পড়িয়া, শিক্ষাবিদ্ নির্মলেন্দু দে, সমাজসেবী আনন্দগোপাল মাইতি, সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপাত্র,এস আই প্রকাশ সরকার,এ আই সোমেন ঘোষ, এস আই অরুণাভ প্রহরাজ, বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালক বিভাগের প্রধান শিক্ষক অরুপ ভূঞ‍্যা, অচিন্ত্য মারিক, অরুণ প্রতিহার, মধুসূদন গাঁতাইত,আলোকবরণ মাইতি, নিমাই চন্দ্র খাঁড়া, প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। ছিলেন মেদিনীপুর সোস্যাল ওয়েলফেয়ার ফোরামের সদস্য বৃন্দ। প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায় জানান, আগামী একবছর ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে হীরক জয়ন্তী বর্ষ পালিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here