ভারতে ছাড়পত্র পেল কোভিড টিকা ‘মডার্না’, জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমতি

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভারতে মডার্নার টিকার আমদানি, উৎপাদন ও বন্টনের দায়িত্বে রয়েছে মুম্বাইয়ের সিপলা ফার্মাসিউটিক্যালস। তারাই ড্রাগ কন্ট্রোলার এন্ড জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছিল জরুরি ভিত্তিতে এই টিকা ভারতে ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য। আজ মিলেছে ডিসিজিআই এর অনুমোদন। অর্থাৎ ভারতের হাতে এই নিয়ে মোট চারটি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন রয়েছে।

moderna covid vaccine | newsfront.co
সৌজন্যেঃ এনডিটিভি

এ প্রসঙ্গে ডিসিজিআই প্রধান ভিজি সোমানি জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত বিদেশি টিকা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে তাদের ভারতে আলাদা ভাবে হিউম্যান ট্রায়ালের প্রয়োজনও নেই। দেশে টিকাকরণের দায়িত্বে রয়েছে ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯’।

আরও পড়ুনঃ একলাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, মৃত্যুও হাজারের নীচে

এই সংস্থার সুপারিশ মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন ডিসিজিআই প্রধান। করোনার তৃতীয় ঢেউ আসার আগে অতি দ্রুত বেশিরভাগ দেশবাসীর টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত এই সংস্থা।

আরও পড়ুনঃ ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে ‘এক দেশ এক রেশন কার্ড’, নির্দেশ সুপ্রীম কোর্টের

কোভিশিল্ড, কোভ্যাক্সিন, রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক V এর পর ভারতের হাতে এবার শীঘ্রই আসতে চলেছে মডার্না-র টিকা। সূত্র মারফত জানা গিয়েছে , ইতিমধ্যেই সিপলা ফার্মাসিউটিক্যালস টিকা প্রস্তুতকারক সংস্থাকে প্রায় ৫০ মিলিয়ন ডোজ টিকার জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার অগ্রিমও দিয়েছে। তবে মডার্নার টিকার দাম কত হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here