নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ-র বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর। কয়েকদিন আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেওয়া হবে বলে গত ৩ ডিসেম্বর জানান তিনি। তৃণমূলের নেতৃত্বাধীন কর্মচারী সংগঠন ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি এই ডিএ ঘোষণা করেন।
আরও পড়ুনঃ নতুন সরকার আনার অঙ্গীকার শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডা’র
যাঁদের ২ লক্ষ ১ হাজার টাকা পর্যন্ত বেসিক পে, তাঁদের সকলেই ৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই অতিরিক্ত ৩ শতাংশ বেতনের সঙ্গে যুক্ত হবে। শিক্ষক-অশিক্ষক কর্মচারি, পুরসভা বা পঞ্চায়েত, বিভিন্ন লোকাল বডিতে কর্মরত সকল রাজ্য সরকারি কর্মী এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের পেনশন প্রাপকরাও ২০২১-এর জানুয়ারি মাস থেকে এই অতিরিক্ত টাকা পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584