নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাজ্যজুড়ে করোনার দাপট এখনও অব্যাহত। সংক্রামিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে এর পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। লকডাউন পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। দোকানপাট থেকে শুরু করে অফিস-কাছারি সবই খুলে গিয়েছে। কিন্তু স্কুল খোলার অনুমতি এখনও মেলেনি। কবে খুলবে স্কুল? তা কারোর জানা নেই। এবার এই স্কুল খোলার বিষয়টি রাজ্য সরকারের উপরেই ছাড়ল সিআইএসসিই।
আইসিএসই স্কুলগুলির সর্বভারতীয় নিয়ামক সংস্থার মুখ্য কার্যনির্বাহী এবং সচিব জেরি আরাথুন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন। ২০২১ সালে ছাত্ররা দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষায় বসবে, এমন স্কুলগুলির অধ্যক্ষদের প্রতি তাঁর বার্তা, এবার ধীরে ধীরে স্কুল খুলতে পারেন। তবে, অবশ্যই যদি রাজ্য সরকারের অনুমতি থাকে।
আরও পড়ুনঃ ১৭ জানুয়ারি নয়, পোলিও টিকাকরণ হবে ৩১ জানুয়ারি
রাজ্য সরকার অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মেনে স্কুল পড়ুয়াদের আনতে হবে। প্রজেক্ট জমা নেওয়া এবং সিলেবাসের অংশবিশেষ নিয়ে ধন্দ কাটানোর জন্য ক্লাসও করাতে হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, সংক্ষেপিত সিলেবাসের উপর কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে, তার রূপরেখাও জানুয়ারিতেই দিয়ে দেবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584