নাগরিকত্বের সংকট, মিলছে না প্রশাসনিক সাহায্য

0
62

মনিরুল হক, কোচবিহারঃ

মুখ্যমন্ত্রী এনআরসির বিরোধিতা করলেও তাঁর প্রশাসন এরাজ্য থেকে অসমে গিয়ে নাগরিকত্ব নিয়ে সঙ্কটে পড়া বাসিন্দাদের সাহায্য করছে না। বৃহস্পতিবার কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুললেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কোচবিহার জেলা কমিটির সম্পাদক মহানন্দ সাহা।১১ নভেম্বর কোচবিহার ইনডোর স্টেডিয়ামে এনআরসি নিয়ে বাস্তুহারা পরিষদ একটি সেমিনারের ডাক দিয়েছে।ওই সেমিনারে বক্তা হিসেবে থাকবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী,আইনজীবি বিকাশ ভট্টাচার্য,সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি ও কবি মন্দাক্রান্তা সেন।
এদিন ওই সেমিনার নিয়ে সাংবাদিক সম্মেলন করতে মহানন্দ সাহা অভিযোগ করে জানান,অসম সংলগ্ন কোচবিহার সহ বেশ কিছু জেলা থেকে বিভিন্ন কারনে অসমে গিয়ে বসবাস করছেন বহু মানুষ।তাঁদের অনেকেই ৭১ সালের আগের নথি না দেখাতে পারায় নাগরিকত্ব হারিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে মহানন্দ সাহা।নিজস্ব চিত্র

কোচবিহারে এসে প্রশাসনের কর্তাদের কাছে গিয়েও কোন সাহায্য পাচ্ছেন না। যাদের আর্থিক ক্ষমতা আছে তারা কলকাতায় গিয়ে ওই সময়কার ভোটার লিস্ট নিয়ে আসছেন,কিন্তু বহু গরীব মানুষ সেই আর্থিক সঙ্কটের জন্য তা করতে পারছেন না। এই সমস্যার কথা জানিয়ে দেড় মাস আগে কোচবিহার জেলা শাসককে কোলকাতা থেকে ওই সময়কার ভোটার তালিকা এনে নাগরিকত্ব নিয়ে সমস্যায় পড়া বাসিন্দাদের সাহায্য করার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছিল।কিন্তু কোন কাজ হয় নি বলে মহানন্দ বাবু অভিযোগ করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সম্প্রতি কোচবিহারে এসে এনআরিসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু তিনি জেলা প্রশাসনকে সমস্যায় পড়া বাসিন্দাদের সহায়তা করতে বলেন নি।”
শুধু তাই নয়, এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধেও সরব হন মহানন্দ সাহা। তিনি বলেন,অসমের এনআরসির জেরে এরাজ্যের সাথে সম্পৃক্ত প্রায় ৫০ হাজার মানুষ সমস্যায় পড়েছেন। সেখানে বিজেপি উদ্বাস্তুদের ধর্মীয় ভাবে ভাগাভাগি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। এরাজ্যে ক্ষমতায় আসলে এখানেও এনআরসি করানোর হুমকি দিচ্ছে বিজেপি। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই সেমিনারের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দক্ষ বাস চালকের স্টিয়ারিং কেরামতি,প্রাণে বাঁচলেন সবাই

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here