শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আবারও সিভিক ভলেন্টিয়ারের সততার নজির পাওয়া গেল বালুরঘাট। এক গৃহবধু্র হারিয়ে যাওয়া মোবাইল সহ টাকা পয়সা খুঁজে পেয়ে আবার তার হাতেই ফিরিয়ে দিলেন সঞ্জয় পাল নামে ওই সিভিক ভাই।
জানা গেছে, বালুরঘাট থানার সনকোইল এলাকার বাসিন্দা তুলি দাস আজ সকালে বাইকে করে যাওয়ার সময় বালুরঘাট চকভবানী শশ্মান এলাকায় টাকা পয়সা ও মোবাইল সহ তার ব্যাগটি পরে যায়।
সেই ব্যাগটি সঞ্জয় পাল নামে ওই সিভিক ভলেন্টিয়ার খুঁজে পেলে তিনি সেই ব্যাগটি থানায় জমা দেন। এর পর তুলি দেবী তার ব্যাগ ফিরে পেতে বালুরঘাট থানায় আর্জি জানাতে এলে।
আরও পড়ুনঃ ‘বুলবুল’-কে ঠেকাতে প্রশাসনিক তৎপরতা সুন্দরবনে
বালুরঘাট থানার পুলিশ তার কাছ থেকে সমস্ত বিবরণ জেনে সঞ্জয় বাবুর হাত দিয়েই সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা করেন।
তুলি দাস তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়ে স্বভাবতই খুশি। যখন সমাজে সততা দুর্মূল্য বস্তুতে পরিনত হচ্ছে ঠিক তখনই বালুরঘাট থানায় কর্মরত এই উদ্যোগ এক দৃষ্টান্ত স্থাপন করবে। এই কারনেই সঞ্জয় পালের সততা্র এই নজিরকে সাধুবাদ জানিয়েছে শহরের সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584