তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
সীমান্তরক্ষী বাহিনীর পরিধি বৃদ্ধি নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে ঠিক তখনই লালগোলা থানার ৩৫ নম্বর ব্যাটালিয়ান সীমান্তরক্ষী বাহিনীর আসারিয়াদহ ক্যাম্পের উদ্যোগে সীমান্ত এলাকার সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়।
সীমান্তের বিভিন্ন স্কুলের পরিকাঠামো ঠিক করতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত এলাকার ছেলেদের নিয়ে প্রীতি ভলিবল টুর্নামেন্ট এর আয়োজনও করা হয় ৩৫ নম্বর ব্যাটালিয়ান সীমান্ত রক্ষা বাহিনীর উদ্যোগে।
কমান্ডেন্ট অফিসার সতীশ ডোগরে বলেন, আমরা সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকে বোঝাতে চাই যে বর্ডার সিকিউরিটি ফোর্স শুধুমাত্র সীমান্ত রক্ষার জন্য বা সীমান্তে অসামাজিক কাজ কর্ম বন্ধ করার জন্য নয়। বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষদের জন্য উন্নয়ন, তারাও যেনো সাফল্য লাভ করতে পারে তার জন্য সবসময় রয়েছে। তিনি বলেন, আমরা চাই সারা দেশের সঙ্গে সঙ্গে যেনো সীমান্ত এলাকার মানুষেরও উন্নয়ন ঘটে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584