বালুরঘাটে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার

0
92

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Civil Disobedience Movement at balurghat 2
নিজস্ব চিত্র

কংগ্রেসের আইন আমান্য কর্মসূচী ঘিরে ধুন্ধুমার বালুরঘাটের জেলা সমাহর্তালয় চত্বর এলাকা,চললো পুলিশের লাঠিচার্জ।মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যখন মালদহ থেকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাক্য বাণে বিদ্ধ করে চলেছেন,সেই সময় র‍্যাফাল যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিজেপির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে এবং রাজ্যের শাসক দলের একাধিক নেতা নেত্রীদের সারদা-নারদা সহ বিভিন্ন দূর্নীতি যুক্ত থাকার অভিযোগ তুলে তৎসহ এর প্রতিবাদে কংগ্রেসের আইন অমান্য কর্মসূচী ঘিরে উত্তাল হয়ে উঠল বালুরঘাটের জেলা সমাহর্তালয় চত্বর এলাকা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকরা বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকার জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বের করে।মিছিল বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড-ডানলপ মোড় হয়ে জেলা সমাহর্তালয়ের সামনে এসে সমাপ্ত হয়।মিছিল শেষে জেলা সমাহর্তালয়ের সামনে বিক্ষোভ সভা করে কংগ্রেস।এদিন কংগ্রেসের এই আইন অমান্য কর্মসূচী তথা বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস নেতা শংকর মালাকার,যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক শংকর মজুমদার,দক্ষিণ দিনাজপুর জেলার কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি অঞ্জন চৌধুরী এবং কংগ্রেস নেতা গোপাল দেব। কংগ্রেসের এই আইন অমান্য কর্মসূচী তথা বিক্ষোভ সভায় এদিন তৃণমূল কংগ্রেস দল ছেড়ে এস.এম.বদিত জামাল-এর নেতৃত্বে কুমারগঞ্জ ব্লকের অশোকগ্রাম এলাকার শতাধিক তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন।বিক্ষোভ চলাকালীন এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা সমাহর্তালয়ে প্রবেশ করার জন্য পুলিশি বেরিকেড ভেঙে ফেলে এবং জেলা সমাহর্তালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে জেলা সমাহর্তালয় চত্বরে মোতায়িত পুলিশ এবং র‍্যাফরা কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ করে কংগ্রেস কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।কংগ্রেসের দলীয় সূত্রে খবর এদিন পুলিশের লাঠিচার্জে প্রায় ৭-৮ জন কংগ্রেস কর্মী আহত হয়।

Civil Disobedience Movement at balurghat
পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। নিজস্ব চিত্র

আহতদের মধ্যে এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এস.এম.বদিত জামাল বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।ঘটনার পরে কংগ্রেস নেতা গোপাল দেব পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়ে এদিন বলেন পুলিশের উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস কর্মীদের উপর যে অত্যাচার সেটা রাজনৈতিকভাবে পরিকল্পিত এবং তৃণমূল দ্বারা পরিচালিত।এদিন কংগ্রেস নেতা গোপাল দেব পুলিশের উপর অভিযোগ এনে বলেন “তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে আজকে কংগ্রেস কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ,আমরা সার্বিকভাবে এর বিরোধিতা করছি।”

আরও পড়ুনঃ মেদিনীপুরে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন, গ্রেফতার যুব কগ্রেস কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here