নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবিতে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।ঘটনাটি ঘটেছে বালুরঘাটে।গ্রাম পঞ্চায়েতস্তরে প্রতিবন্ধীদের রেজিস্ট্রার তৈরী,প্রতিবন্ধী আইন মোতাবেক কৃষি জমির পাট্টা প্রদান,৪০% এর উর্দ্ধে সকল প্রতিবন্ধীদের মানবিক পেনশন প্রদান সহ ত্রিশ দফা দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সদস্যরা এই কর্মসূচী পালন করে।এই কর্মসূচীতে প্রায় ৫০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অংশ গ্রহন করেন।এই বিক্ষোভ প্রদর্শনের পর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর এক প্রতিনিধি দল দক্ষিণ দিনাজপুরের জেলা শাষকের নিকট একটি ডেপুটেশন জমা দেন।
আরও পড়ুনঃ বালুরঘাটে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার
ডেপুটেশন শেষে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী প্রতিনিধিরা জানান,’জেলা শাসক মহাশয়া আমাদের দাবী গুলি বিশেষ ভাবে দেখবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে আমাদের দাবি পূর্ন না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584