লালগোলায় সিভিল ইঞ্জিনিয়ারিং মেটিরিয়ালস টেস্টিং ল্যাবের উদ্বোধন

0
78

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলায় প্রথম এবং রাজ্যে দ্বিতীয় হিসেবে লালগোলা ব্লকের দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন করা হল সিভিল ইঞ্জিনিয়ারিং মেটিরিয়ালস টেস্টিং ল্যাব । উদ্বোধন করেন লালবাগ মহাকুমা শাসক সুদীপ ঘোষ ও লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত ঘোষ ।

inauguration | newsfront.co
উদ্বোধন ৷ নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দে , জেলা পরিষদের সদস্য হযরত আলী , বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ , আইএসজিপি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আধিকারিকবৃন্দ ।মহকুমা শাসক সুদীপ ঘোষ বলেন, “গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ হয়ে থাকে , সেই কাজ ঠিক মতন হচ্ছে কিনা বা মেটিরিয়ালস ঠিক আছে কিনা এই পরীক্ষার মাধ্যমে আমরা ঠিক ভাবে বুঝতে পারব ।”

laboratary | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, “এই ল্যাবের ব্যবহার যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে জনগনের লাভ পাবে । রাস্তাগুলি ঠিক ভাবে মেরামত হলে জনগনের ব্যবহারের সুবিধা হবে ।”দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঐক্যতান পাল বলেন, “পঞ্চায়েতের বিভিন্ন কাজ যেন ঠিকভাবে হয়ে থাকে সেই দিকে নজর রাখার জন্যই আমাদের এই উদ্যোগ ।

peoples | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অজ্ঞাত কারণে থমকে বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ

আমাদের এই ল্যাব এর ফলে লালগোলা ব্লক এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আরও বিভিন্ন ব্লকের মানুষজনও সাহায্য পাবেন ।”দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল কাদের বলেন, “আমরা জনগনের প্রতিনিধি , জনগণের জন্য আমরা । জনগণের কথা ভেবে এই ল্যাব তৈরি।

সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাস্তা ঘাট তৈরি হচ্ছে । সেই রাস্তা যেন ঠিকাদার বা কন্ট্রাক্টররা নিজস্বার্থের জন্য যেন রাস্তার কাজ খারাপ না করতে পারে সেই দিকে নজর রাখতে সুবিধা হবে এই ল্যাব তৈরির ফলে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here