সিআরপিএফের গুলিতে অসামরিক ব্যক্তির মৃত্যুতে উত্তপ্ত কাশ্মীরের বুদগাম

0
70

আজহার হুসেইন, কাশ্মীর:

বুদগাম জেলায় সিআরপিএফের  গুলিতে ১ অসামরিক বাক্তির মৃত্যুতে বুধবার উত্তপ্ত হয় কাশ্মীর।

নিজস্ব চিত্র

সূত্র অনুযায়ী মেহরাজ উদ্দিন নামক ওই অসামরিক ব্যক্তি তার গাড়িতে করে যাচ্ছিলেন সেই সময় তার ওপর সিআরপিএফ জওয়ানরা গুলি চালালে তার মৃত্যু হয়। শ্রীনগরেরর এসএইএম এস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডক্টর নাজির চৌধুরী জানান যে ওই অসামরিক  ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

নিজস্ব চিত্র

অন্যদিকে পুলিশের বক্তব্য যে ১০:২০  নাগাদ খালিশা কাউসা এলাকায় নাকা চেকিং চলাকালীন এক ওয়াগনার গাড়িকে থামতে বলা হয়। কিন্তু ওই গাড়ি ২টো নাকা পয়েন্ট অগ্রাহ্য করে আসায় নাকা পার্টি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় গাড়ির ড্রাইভার এর সিটে বসে থাকা বুদগাম জেলার বিরওয়া মাখামা এলাকার গোলাম নবী পিয়ারের  ছেলে মেহরাজ উদ্দিন পিয়ার আহত হন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার  তদন্ত শুরু হয়েছে।

চলছে প্রতিবাদ
চলছে প্রতিবাদ (নিজস্ব চিত্র)

ঘটনার পরেই নিহত যুবকের গ্রামে প্রতিবাদ শুরু হয়। অন্যদিকে ঘটনার কড়া নিন্দা করে সিপিআইএম নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

আরও পড়ুন:আয়কর রিটার্ন ৩১শে অক্টোবর অবধি,৩ মাস কম ইপিএফ কাটা হবে: অর্থমন্ত্রী

তিনি প্রশ্ন ছুড়ে মন্তব্য করেন যে পুলিশের দাবি যদি সত্যি হয় যে ওই অসামরিক ব্যাক্তি চেক পয়েন্ট পার করে পালাচ্ছিল তাহলে পুলিশ তার গাড়ির টায়ারে গুলি করতে পারত তার বুকে গুলি করা বাদ দিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here