নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গুরুগ্রাম নামাজ ইস্যুতে হরিয়ানার দুই প্রশাসনিক কর্তা, মুখ্য সচিব সঞ্জীব কৌশল ও ডিজিপি পিকে আগরওয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানা এদিন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং-এর আবেদনের প্রেক্ষিতে সোমবার এই নির্দেশ দিলেন।
বিগত বেশ কয়েকবছর যাবৎ সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন খোলা মাঠে শুক্রবারের নামাজ পড়া প্রসঙ্গে ধর্মীয় জিগির তুলে আপত্তি জানিয়ে যাচ্ছিল। যা পরবর্তীতে বিশেষ একটি ধর্মের প্রতি ঘৃণা ভাষণেই পরিণত হয় ও বড়সড় অশান্তির সৃষ্টির পথে এগোতে থাকে। উল্লেখ্য, এই সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির ছত্রছায়ায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলেরও কিছু সদস্য। সংগঠনের সভাপতি মহাবীর ভরদ্বাজ-এর বিরুদ্ধে সংখ্যা লঘুদের উদ্দেশ্যে ঘৃণা ভাষণ ও উস্কানিমূলক মন্তব্যেরও অভিযোগ ওঠে।
গত বছর নভেম্বর মাসে এই নামাজ ইস্যুতে গুরুগ্রামের অশান্তি চরমে ওঠে। ফতোয়া জারি করা হয় যে, খোলা জায়গায় নামাজ পড়তে পারবেন না ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মহম্মদ আদীব এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল হরিয়ানা প্রশাসন এগুলির বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিচ্ছে না। সর্বোপরি একটি বিশেষ ধর্মের মানুষদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে শহর জুড়ে। এরপরে বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং শীর্ষ আদালতে হরিয়ানা প্রশাসনের দুই সর্বোচ্চ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ উমর খালিদের জামিনের বিরোধিতায় আমেরিকার ৯/১১ জঙ্গী হানার তুলনা টানলেন সরকারী কৌঁসুলি
ইন্দিরা জয়সিং তাঁর আবেদনে বলেছেন, তেহসিন এস পুনাওয়ালা-র মামলায় ২০১৮ সালে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয় ঘৃণা ছড়ানো হয় এমন যেকোন অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে সরকারকে, তার মধ্যে মব লিঞ্চিং ও মব ভায়োলেন্সের কথাও যুক্ত করা হয়েছিল। হরিয়ানা প্রশাসন সে নির্দেশ একেবারেই মানেনি এক্ষেত্রে। অতএব হরিয়ানার দুই প্রশাসনিক প্রধান মুখ্য সচিব সঞ্জীব কৌশল ও ডিজিপি পিকে আগরওয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। এই আবেদনে সাড়া দিয়ে এদিন প্রধান বিচারপতি এনভি রামানা মামলাটির দ্রুত শুনানির নির্দেশ দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584