নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। অবিলম্বে তাদের দেশে ফেরানো হোক, পিটিশন দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতির প্রশ্ন, “আমি কি পুতিন-কে যুদ্ধ বন্ধ করতে বলবো?”
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের সময়মত দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট দেখা গিয়েছে যেগুলিতে প্রশ্ন তোলা হয়েছে দেশের প্রধান বিচারপতিও কেন ভারত সরকারকে কোন নির্দেশ দিচ্ছেন না? এদিনের শুনানি চলা কালে সে কথা উল্লেখ করে প্রধান বিচারপতি এনভি রামানার প্রশ্ন, “এক্ষেত্রে আমার কি করার আছে? আমি কি পুতিনকে বলবো যুদ্ধ বন্ধ করতে?”
প্রধান বিচারপতি এদিনের শুনানিতে বলেন, “ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু আমাদের কি করণীয়? কেন্দ্রীয় সরকারও যথাসাধ্য চেষ্টা করছে তাদের দেশে ফেরানোর।“
আরও পড়ুনঃ কোন ভারতীয় পড়ুয়াকে পণবন্দী করেনি ইউক্রেন, বিবৃতি কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের
মামলাকারীর আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, পোল্য়ান্ড এবং হাঙ্গেরি থেকে উদ্ধাকারী বিমান ওঠানামা করলেও রোমানিয়া থেকে বিমান চালানো হচ্ছে না। অথচ রোমানিয়া সীমান্তে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। আইনজীবীর কাছে একথা জানার পরে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে আদালত নির্দেশ দেয় যাতে ঐ সমস্ত পড়ুয়াদের দ্রুত সাহায্যের ব্যবস্থা করে সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে সাড়ে তিন হাজার পড়ুয়াকে ইতিমধ্যেই দেশে ফেরানো হয়েছে, তবে এখনও ইউক্রেনে প্রায় ৮ হাজার পড়ুয়া আটকে রয়েছেন।
আরও পড়ুনঃ কোটি টাকা ডোনেশন ছাড়া আসন পায় না দেশের যোগ্য পড়ুয়ারাঃ ক্ষুব্ধ ইউক্রেনে মৃত ছাত্রের বাবা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584