শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ঘূর্ণিঝড় আমফান বিপর্যয়ের পর কেটে গিয়েছে ৬ দিন। সেনাবাহিনী থেকে কলকাতা পুরসভা এবং পুলিশের তৎপরতায় অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরানো গিয়েছে তিলোত্তমাকে। কিন্তু শহরেরই একাংশে বিদ্যুৎ-পানীয় জল না পাওয়ায় মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। আর এই দাবিতে উত্তপ্ত হয়ে উঠল নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকা। বিক্ষোভ সামলাতে গিয়ে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের ঘায়ে আহত হয়েছেন তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দিন কেটে গেলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ নেই ওই এলাকায়। পানীয় জলও মিলছে না। কবে আসবে প্রশাসনের তরফেও কিছু বলা হচ্ছে না। আর সেই দাবিতে মঙ্গলবার বিকেলে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় ওই এলাকা।
আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি! কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে আক্রান্ত ১২ পুলিশ কর্মী
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেটিয়াব্রুজের তৃণমূল বিধায়ক। সঙ্গে যায় নাদিয়াল থানার পুলিশও। জানা গিয়েছে, রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে ইঁটের ঘায়ে বিধায়কের মাথা ফেটে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিএমআরআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডিসি পোর্ট সৈয়দ ওয়াকার রাজা। নামানো হয়েছে র্যাফ। ডিসি পোর্ট বলেন, ‘অশান্তি যারা পাকিয়েছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা করছি।দোষীদের গ্রেফতার করা হবে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584