নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড স্টেশন পাড়ায় ফুটবল মাঠ দখলের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী স্টেশন পাড়া ফুটবল মাঠে গাছের চারা রোপন করেছে এবং তারকাটা দিয়ে খেলার মাঠের চারিদিক ঘিরে ফেলে ৷পাশাপাশি খেলার অনুশীলনের জন্য যেসব জায়গা তৈরি করা হয়েছিল সেগুলো কেটে ফেলে দুষ্কৃতীরা ,এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

এরপর সকাল হতে স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের বাধা দিতে এলে বচসা বাধে দুষ্কৃতীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের,এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশবাহিনী এসে পুনরায় মাঠকে খেলার যোগ্য করে তোলে ৷
আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে মাথাভাঙ্গায় প্রতিবাদ মিছিল তৃণমূলের
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আগামী দিনে যাতে এইরকম ঘটনা না ঘটে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার বার্তা দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584