ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া হয়ে সুরাটে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ল।
সোমবার কাডোডরা এলাকায় শ্রমিকরা জমায়েত হয়- দাবি তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে হবে। জমায়েত বাড়তে শুরু করলে তারা পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে। অবস্থা সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়।
#WATCH Gujarat: A clash erupts between migrant workers & police in Surat. The workers are demanding that they be sent back to their native places. pic.twitter.com/aiMvjHGukY
— ANI (@ANI) May 4, 2020
সুরাট পুলিশের এক অফিসার বলেন,”অবস্থা এখন আয়ত্তের মধ্যে। রাস্তার উপর এত পরিমাণে ভিড় জমা হচ্ছিল যে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়।”
পরিযায়ী শ্রমিকদের হাব বলে পরিচিত সুরাটে এটা শ্রমিকদের বাড়ি ফেরার দাবিতে চতুর্থ বড় জমায়েত।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত সুরাট, ভাঙচুর ইট-পাথর বৃষ্টি
অন্যদিকে পালানপুর জালানকোটা এলাকায় একই দাবিতে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় নামে।
গত তিন দিনে আমেদাবাদ ও সুরাট থেকে ১৮খানা ট্রেনে করে সরকার প্রায় ২১ হাজার পরিযায়ী শ্রমিককে বিহার,উত্তর প্রদেশ, ওড়িশা ও অন্যান্য রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। সংবাদমাধ্যম দ্য হিন্দু সূত্রে জানা গেছে গুজরাটে অবস্থানকারী ২০ লক্ষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার দাবিতে নাম লিখিয়েছে।(ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584