জমি বিবাদে সংঘর্ষ ইসলামপুরে, আহত ৫

0
30

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

ইসলামপুর থানার বিশরিনগছ এলাকায় বৃহস্পতিবার জমি বিবাদের জেরে দু’পক্ষের গুলির লড়াইয়ে পাঁচজন গুরুতর জখমের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

আহত। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ইসলামপুর থানার বিশরিনগছ এলাকার বিতর্কিত তিন বিঘা জমি নিয়ে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকার বাসিন্দা শামসুল হক ও হাজী সইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। দু’পক্ষই ওই তিন বিঘা জমিকে নিজেদের বলে দাবী করায় সমস্যার সৃষ্টি হয়েছে। এদিন হাজি সইফুল রহমান ও তার ছেলেরা ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে শামসুল হক বাধা দেওয়াতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনায় শামসুল হক ও তার পরিবারের তিনজন সহ দু’পক্ষের মোট পাঁচজন গুরুতর জখম হয়। জখমদের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সামসুল হক এবং মহম্মদ ইসলামের শারীরিক অবস্থার অবনতির কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন।বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here