শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কৃষি বিল পাশ করা নিয়ে বিরোধীদের একাধিক আপত্তি থাকলেও ওই বিল পাশ হয়ে গিয়েছে। কেন্দ্র সরকারের দাবি, ওই বিলের কারণে বদলে যাবে ভারতীয় কৃষকদের দুরবস্থা। নতুন দিনের আলো তারা দেখতে পাবেন। সারা দেশেই কৃষি বিলের সমর্থনে একাধিক মিছিল করছেন বিভিন্ন বিজেপি নেতারা।
ঠিক সেভাবেই শুক্রবার দুপুরে কৃষি বিলের সমর্থনে বেলেঘাটায় বেরোয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বাইক মিছিল। আর এই বাইক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতার বেলেঘাটা চত্বর।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের সামনে থেকে বাইক মিছিল শুরু করেন উত্তর কলকাতা জেলা বিজেপি নেতা-কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মিছিল বেলেঘাটায় পৌছাতেই আটকায় কলকাতা পুলিশ। তারপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। অনুমতি না থাকায় বাইক মিছিলে আপত্তি জানায় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। গ্রেফতার করা হয় বিজেপি কর্মীদের।
আরও পড়ুনঃ রেল কেলেঙ্কারি মামলায় আলিপুর আদালতে চার্জশিটে নাম বাদ মুকুল রায়ের
এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভয় পেয়ে শাসক দল মিছিল আটকেছে। উত্তর কলকাতা জেলা বিজেপি নেতারা পুলিশের অনুমতি নিয়েই মিছিলের আয়োজন করেছিল। মিছিল মানুষের সাড়া পাওয়াতেই রাজ্যের শাসক দল পুলিশ পাঠিয়ে আটকে দিল।’
আরও পড়ুনঃ লাদাখ তিক্ততা! এ বছর দুর্গাপুজোয় উদ্বোধনে বাদ চিনা দূতাবাসের আধিকারিকরা
অন্যদিকে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি শিবাজী সিংহ রায় জানিয়েছেন, ‘অগণতান্ত্রিকভাবে আমাদের মিছিল আটকেছে পুলিশ। সংবিধানে সদ্য পাশ হওয়া কৃষি বিলের সমর্থনে আমরা মিছিল করেছিলাম। মিছিল আটকে রাজ্যের শাসকদলের প্রমাণ করল, কৃষি বিল নিয়ে কলকাতার মানুষের সমর্থন বিজেপির দিকে রয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584