নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বেআইনি কয়লা মজুতের বিরুদ্ধে খয়রাশোলের নপাড়া গ্রামে অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধুন্ধুমার কান্ডে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নপাড়া গ্রাম। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মী ও গ্রামবাসী উভয়পক্ষই। গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন যে গুলি চালিয়েছে পুলিশ তাতেই আহত হয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে খবর ছিল ঝাড়খণ্ড লাগোয়া লোকপুর থানা এলাকার নপাড়া গ্রামে বেশ কিছুদিন যাবত বেআইনি কয়লা মজুত করা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে এই অবৈধ কয়লা আনা হত বলে খবর। এরপর শুক্রবার ঐ কয়লা বাজেয়াপ্ত করার জন্য অভিযান চালায় পুলিশ বাহিনী। গ্রামবাসীরা বাধা দিতে এলে প্রথমে বচসা তা থেকে বড়সড় গণ্ডগোলের সৃষ্টি হয়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন গ্রামবাসীরা। জানা গিয়েছে ঘটনায় ৩ জন ওসি সহ ১০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর , আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পরে পুলিশ কাঁদানে গ্যাসও ছোঁড়ে বলে জানা গিয়েছে। অন্যদিকে গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি এই ঘটনায় অন্তত পাঁচজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। সামগ্রিক ভাবে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বীরভুমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগও রুজু করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584