নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সাবওয়ে তৈরিকে কেন্দ্র করে মালদহে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘাত চরমে উঠল। রবিবার সাবওয়ে তৈরির কাজের সূচনা করতে গিয়ে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ মালঞ্চপল্লী এলাকার তিন নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে যায় রেল ও ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ এসে উত্তেজনা থামায়।
এদিন উত্তর মালদহের বিজেপি সাংসদ মালঞ্চপল্লী সেতুর কাজের সূচনা করতে গেলে শুরু হয় স্থানীয় কাউন্সিলর পরিতোষ চৌধুরীর সঙ্গে বাকবিতণ্ডা। সাবওয়ে তৈরির ফ্লেক্স তৃণমূল কর্মী সমর্থকরা ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ।
আরও পড়ুনঃ পুকুর থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, ‘মালঞ্চপল্লী সাবওয়ে তৈরি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা চাইছি না কোন রাজনীতি করতে। আমরা চাইছি কাজ হোক। এখানে যখন কাজ হচ্ছে তখন কাজে বাধা দেওয়া হচ্ছে। আমার ব্যানার ছিঁড়ে দিয়েছে ওরা। কে অধিকার দিয়েছে আমার ব্যানার ছিঁড়ে দেওয়ার।’ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পরিতোষ চৌধুরী বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584