নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যেও জমির উপর দিয়ে যাতায়াত নিয়ে দুই পরিবারের মধ্যে গণ্ডগোলে আহত হলেন দুই ব্যক্তি । ঘটনাটি ঘটেছে শনিবার করনদিঘি থানার মারিগাঁও গ্রামে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, করনদিঘি থানার মারিগাঁও গ্রামের বাসিন্দা হাকিমুদ্দিন ও রশিদ আলি সাথে জমির উপর দিয়ে যাতায়াত করা নিয়ে প্রায়ই দুইজনের মধ্যে গণ্ডগোল লেগে থাকতো। শনিবার রশিদ আলি ওই জমি দিয়ে যাতায়াত করলে হাকিমুদ্দিন বাঁধা দিতে গেলে দু’জনের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাইক দূর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর
এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাকিমুদ্দিন ও তার নাতি সাদ্দাম হোসেনকে তড়িঘড়ি করনদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের তড়িঘড়ি ভর্তি করে নেয় চিকিৎসক। যদিও ঘটনার পর থেকেই পলাতক রশিদ আলি।
তবে হাকিমুদ্দিনের পরিবারের পক্ষ থেকে রশিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। রশিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584