নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যে স্কুল খুলছে আগামীকাল বৃহস্পতিবার। আর তার ঠিক আগের দিনই নদীয়া জেলার কৃষ্ণনগরের স্কুলে দুই শিক্ষকের হাতাহাতি। এমন লজ্জাজনক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, বেতনের স্টেটমেন্ট চাওয়াকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষক দুজনের মধ্যে প্রথমে বচসা বাধে ও তা থেকেই হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এনিয়ে কেউ কোন প্রশ্ন তুললেই সেই শিক্ষককে বদলী করে দেওয়ার ভয় দেখান এই প্রধান শিক্ষক।
এদিনও ভূগোল শিক্ষক তাঁর নিজের বেতনের স্টেটমেন্ট চাওয়াতেই বচসা বাধে দুই শিক্ষকের, এবং তা থেকেই হাতাহাতির মত এমন লজ্জাজনক আচরণ। অভিভাবকদের প্রশ্ন শিক্ষকরাই যদি এহেন আচরণ করেন তাহলে তাঁরা ছাত্রদের শিক্ষা দেবেন কিভাবে!
আরও পড়ুনঃ বিগবস খ্যাত ‘হিন্দুস্থানি ভাউ’ ওরফে বিকাশ ফাটক এবার সত্যিই ফাটকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584