নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ
২০২০ সালের জানুয়ারি মাস থেকেই পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে প্রাথমিকে। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন। সেই বৈঠকেই নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
ইতিমধ্যেই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরী করার সিদ্ধান্তে সরকারি সীলমোহরও পড়েছে। তখন থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে পঞ্চম শ্রেণি হাইস্কুলে থাকে কি করে? এই সমস্যার সমাধানেই শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই প্রক্রিয়া চালু হবে ধাপে ধাপে।
রাজ্যের প্রায় ৫৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ হাজার প্রাথমিকে ইতিমধ্যেই পঞ্চম শ্রেণি চালু আছে। তাই যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলোতে পঞ্চম শ্রেণি চালু করার মত পরিকাঠামো রয়েছে সেখানেই প্রথম পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করা হবে। বাকিটা হবে ধীরে ধীরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584