নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মাঝে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে কিছুদিন স্কুলগুলো খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আবার সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় বাতিল হয়ে যায় একাদশ থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরীক্ষা।
সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। সেই সিদ্ধান্ত কার্যকরী করতে মঙ্গলবার এইচএস কাউন্সিল এক বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতবারের ন্যায় এ বছরও ১৫ ই জুলাইয়ের মধ্যে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। নথিপত্র ঠিকঠাক থাকলে ছাত্রদের জায়গায় অভিভাবকরা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন করোনা বিধি পালন করতে হবে।’
আরও পড়ুনঃ আগামীকাল থেকে খুলতে চলেছে কফি হাউসের দরজা, মানতে হবে স্বাস্থ্যবিধি
উল্লেখ্য, ছাত্র-ছাত্রী অভিভাবকদের মতামত নেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করে রাজ্য সরকার। তবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন কিভাবে হবে তা ৭ দিনের মধ্যে জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584