মনিরুল হক, কোচবিহারঃ
স্বচ্ছ বাংলার মিশনকে কার্যকর করতে এবার মাঠে নামল তৃনমূলের শ্রমিক সংগঠন। মঙ্গলবার মাথাভাঙা শহরের মালিবাগান এলাকায় তৃণমূল অটো চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই সাফাই অভিযান করা হয়। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে প্রায় দিশেহারা অবস্থায় ছিল ঘাসফুল শিবির।
এরপর নিজেদের জমি ধরে রাখতে নানান অভিনব উদ্যোগ নিচ্ছে তারা। জন ও গন সংযোগকে হাতিয়ার করে মানুষের পাশে দাড়াতে চায় তৃনমূল। সেই লক্ষ্যেই জঞ্জাল সাফাই অভিযান শুরু করেছে তৃনমূলের এই শাখা সংগঠন। এদিন সরকারী কার্যালয় গুলির সামনে থেকে শুরু করে শহরের একাংশজুড়ে এই অভিযান চালানো হয়।
এদিনের এই অভিযানকে সামনে রেখে তৃণমূলের শ্রমিক নেতা আলিজার রহমান বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্মল বাংলা স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই অটোচালকেরা তাদের রুজি রোজগার অর্থাৎ অটো চালানো বন্ধ রেখে মাথাভাঙা শহরের বিভিন্ন স্থানে সাফাই অভিযান শুরু করে।
আরও পড়ুনঃ ডেঙ্গুর ভ্রূকুটি দক্ষিন দিনাজপুরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মবিশ্বাসী স্বাস্থ্য দফতর
এই অভিযানে শতাধিক অটোচালক অংশ নেয় বলে জানান তিনি। আগামীদিনে এধরনের সামাজিক কর্মসূচি আরও পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584