বেলদা গঙ্গাধর অ্যাক্যাডেমিতে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন

0
101

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বেলদা গঙ্গাধর অ্যাক্যাডেমিতে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন(২৬শে আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত) অনুষ্ঠান আয়োজিত হল মঙ্গলবার।

নিজস্ব চিত্র

নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্ল্যাকার্ড ও ব্যানার সহযোগে সচেতনতামূলক একটি প্রচার মিছিল সংঘটিত করা হয়।

এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দ্বারা সংগঠিত এই মিছিল সারা বেলদা বাজার পরিক্রমা করে।

আরও পড়ুনঃ নির্মল বিদ্যালয়,ট্রাফিক সচেতনতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান মালদহে

প্লাস্টিক বর্জন,প্লাস্টিকের অপকারিতা,পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক,যত্রতত্র বৃক্ষ ছেদন না করা ,পরিবেশের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা,যেখানে সেখানে যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা,সর্বোপরি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি বিষয়গুলি ছাত্র-ছাত্রী তথা পথচলতি মানুষ ও এলাকাবাসীর কাছে সচেতনতা গড়ে তুলতে এদিনের এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক ভট্টাচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here