মনিরুল হক,কোচবিহারঃ
সরকারিভাবে কোচবিহার শহরকে গ্রীনসিটি ঘোষণা করা হয়েছে বহুদিন আগে।এরপর থেকেই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে সরকারের পাশাপাশি সাধারন মানুষকেও।এই উদ্দগকে সামনে রেখে কাজে নেমেছে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও সদস্যারা।

আসন্ন বর্ষার মরশুমে এলাকা বাসিকে রোগ জীবাণু থেকে মুক্ত করতে আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডিডিটি পাউডার ছড়াল সংস্থার খুদে খুদে স্কুল পড়ুয়ারা।
রবিবার সকালে কোচবিহার শহের ১২ নং ওয়ার্ডের নেতাজী রোড এলাকা পরিষ্কার অভিযানে নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও সদস্যারা।তারা এলাকা পরিষ্কারের পাশাপাশি সকালে প্রাত ভ্রমনে বের হওয়া মানুষদেরও সচেতন করেন।তারা বলে, “আমরা যেমন নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিছন্ন রাখি তেমনি যদি নিজেদের এলাকাটা পরিষ্কার করে রাখি তাহলে যেমন নিজেদের এলাকাটা দেখতে সুন্দর লাগবে তেমনি রোগ জীবাণু কম থাকবে।”
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে সাফাই কর্মী কর্মশালার আয়োজন
সংস্থার এক সদস্য জানায়, “আমরা অনেক দিন থেকে কোচবিহার শহরে কাজ করছি।কিন্তু নিজেদের অভ্যাস বদল না করলে পরবর্তী প্রজন্মকে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ দিতে পারবোনা।তাই আমাদের নিজেদের সচেতন হয়ে কাজ করতে হবে।জেলা প্রশাসন যে ভাবে কাজ করছে আমাদের মত সাধারন মানুষদেরও প্রশাসনের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে।
কারন আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে যে কোন মহৎ উদ্দেশ্য ব্যর্থ হয়।তাই আজ আমরা নিজেদের এলাকা পরিষ্কারের মধ্যে দিয়ে পরিচ্ছন্ন কোচবিহারের কাজ শুরু করলাম।এর পর সব খানেই আমরা এই অভিজান চালিয়ে যাব।পাশাপাশি নাটকের মধ্যে দিয়ে মানুষের সচেতনটা বৃদ্ধি করব।” এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584