শ্যামল রায়,কালনাঃ
একটি অভিনব কায়দা ধরা পরল কালনা মহকুমা হাসপাতালে।অসুস্থ বন্ধুকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন তার বন্ধুরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।
জানা গিয়েছে যে কালনা শহরের নিউ মধুবনের যুবক সুকান্ত রায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল। অসুস্থ যুবক সুস্থ হতেই সকালে ছুটি দেওয়া হয় সুকান্ত রায়কে।বন্ধুর ছুটি হয়েছে জানতে পেরে তার বন্ধুরা ছুটে আসে হাসপাতালে। হাসপাতালের বাইরে বন্ধুকে পেয়ে সুকান্ত রায় কে স্যালাইন এবং ইনজেকশন অবস্থায় সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা।এই ঘটনা প্রত্যক্ষ দর্শীরা দেখামাত্রই হাসিতে মশগুল হয়ে পড়ে বলে খবর।এরকম অসুস্থ বন্ধুকে নিয়ে সেলফি তোলায় একটা অভিনব হাস্যকৌতুকে ভরে যায় হাসপাতাল চত্বর জুড়ে।
আরও পড়ুনঃ মৃত মায়ের সাথে ছেলের সেল্ফি! অবাক রাজ্য
যদিও অসুস্থ সুকান্ত রায় জানিয়েছেন যে তার বন্ধুরা যদি এই ধরনের কাজ করে সেই বা কি করবে।সব থেকে বড় ব্যাপার সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে সেটাই তার কাছে আনন্দের কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584