ব্রাজিলের হ্রদে পাহাড় ধসে নিহত ৭ পর্যটক, আহত ৩২, দেখুন সেই ভয়ানক ভিডিও

0
92

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে অবকাশযাপনের নৌকার ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

Brazil

অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে যখন শিলাগুলো ধসে পড়ছিল, তখন সেখানে যাঁরা ছিলেন, তাঁরা হ্রদে চলা নৌকার চালকদের সতর্ক করার চেষ্টা করছিলেন। পাহাড়ের একাংশ ধসে একটি নৌকা ডুবে গেছে। তবে বাকি নৌকাগুলো সেখান থেকে সরে যেতে পেরেছে।

স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে পাহাড়ের খাদগুলো কিছুটা নরম হয়ে ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

লেফটেন্যান্ট পেদ্রো আইহারা সাংবাদিকদের বলেন, ধসে পড়া শিলাখণ্ড হ্রদে থাকা তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।

হেলিকপ্টার ও ডুবুরিরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। লেফটেন্যান্ট আইহারা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির তালিকা যাচাই করার পর নিখোঁজ ব্যক্তিদের নতুন হিসাব দেওয়া হয়।

আরও পড়ুনঃ পাকিস্তানের মুরি শহরে তুষারপাতে শিশু সহ মৃত্যু ২২ জনের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here