ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
এগারো বছর পূর্বের দুজন শিশু মৃত্যুর ঘটনার মামলায় আদালত কর্তৃক ক্লিনচিট দেওয়া হলো আশারাম বাপু ও তার পুত্র নারায়ণ সাঁইকে ।
২০০৮ সালে আহমেদাবাদে অবস্থিত আশারাম বাপু ও তার পুত্র নারায়ণ সাঁই পরিচালিত আবাসিক বিদ্যালয় ‘গুরুকুল ‘ পার্শ্ববর্তী হোস্টেল সংলগ্ন সবরমতী নদীর তীরে ওই স্কুলে পাঠরত দুই দিন ধরে নিখোঁজ দুইজন নাবালক দীনেশ বাঘেলা(১০) ও অভিষেক বাগেলা(১১) নামে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়।
Asaram, son get clean chit in 2 children’s death casehttps://t.co/1SN6BOcaut pic.twitter.com/zKk0vNVdOR
— Hindustan Times (@htTweets) July 27, 2019
তারপর ওই ঘটনাকে নিয়ে মামলা শুরু হয়। ওই মামলার রায় জানিয়ে বিচারপতি ডি কে ত্রিবেদীর কমিশন আশারাম বাপু এবং তার পুত্রকে ক্লিনচিট দিয়েছে।
পূর্বে ওই দুই সন্তানের অভিযোগ তুলেছিলেন আশারাম বাপু এবং তার পুত্র ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা তন্ত্র কাজে লাগিয়ে ওই শিশুকে হত্যা করেছে।
আরও পড়ুনঃ বেহালায় বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার রংমিস্ত্রি
তবে আজ কমিশন তার ক্লিন চেটে সাফ জানিয়েছে “আশারাম বাপু এবং তার পুত্র কালাতন্ত্র বিদ্যা কাজে লাগানোর কোন রকম প্রমাণ নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584