নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে কলকাতার আদলে ৪৯,৩৪,১২৪ টাকা ব্যয়ে আলিপুরদুয়ার চৌপথিতে বসানো হচ্ছে ক্লক টাওয়ার। রঙীন আলোয় মুড়ে চৌপথিতেই বসানো হচ্ছে এই ক্লক টাওয়ার।
আলিপুরদুয়ার চৌপথিতে এই ক্লক টাওয়ারের শিলান্যাস করেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু কর প্রমুখ। এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী এবং ব্যবসায়ীদের লক্ষ্য করা গিয়েছে ওই অনুষ্ঠানে।
এদিন বিধায়ক সৌরভ চক্রবর্তী বক্তব্যে উন্নয়ন নিয়ে বিজেপির সাংসদ জন বারলার উপর তোপ দাগেন।তিনি বলেন, সাংসদ আলিপুরদুয়ারের জন্য কিছুই করেনি। তৃণমূল কংগ্রেসের সরকার আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং ডুয়ার্স কন্যা সবটাই করেছে।
আরও পড়ুনঃ গোলাপ দিবসেও বিক্রি কম, চিন্তায় ফুল ব্যবসায়ীরা
বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ” আলিপুরদুয়ারের ব্যবসায়ীদের দীর্ঘদিন দিনের দাবিকে সামনে রেখেই এই ক্লক টাওয়ারের শুভারম্ভ করা হল। মোট ৫১ লক্ষ টাকার মূল্যে এই ক্লক টাওয়ারে নির্মাণ করা হবে। খুব দ্রুতই এই কাজ শুরু হয়ে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584