নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সারা দেশ জুড়ে চলছে হোলি বা দোল উৎসব।চলছে রকমারি রঙের খেলা।আট থেকে আশি সবাই যখন হোলিতে মাতোয়ারা তখন ব্যাতিক্রমী সম্প্রতি কয় মাস আগে বন্ধ হয়ে যাওয়া মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিক মহল্লাগুলি।

দোলে তাদের হেলদোল নেই।দোলে মন দোলায়।কিন্তু উপায় নেই। বছরে একটা দিন হোলির আনন্দে মেতে উঠবে এটাই ছিল স্বাভাবিক।হঠাৎ করে বাগান বন্ধ হয়ে যাওয়ায় আনন্দটুকু উধাও হয়ে গেছে।পেটের ভাত জোগাড় করা তাদের পক্ষে এখন এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তাই হোলির দিনে মনের আনন্দটুকু নদীতেই বিসর্জন দিতে হয়।নিয়ম মাফিক আচার অনুষ্ঠান টুকু সেরে বিষন্ন মনে কপালে রঙের ছোঁয়াটুকু লাগিয়ে পেটের ভাত যোগাতে সোজা ছুটতে হয় নদীর অভিমুখে।
আরও পড়ুনঃ বন্ধ চা বাগানেও ভাটা পড়েনি শিবের আরাধনা
স্থানীয় পঞ্চায়েত চিংকু উরাও বলেন,বাগান বন্ধ।তাই পেটের তাগিদে নদীতে পাথর ভেঙ্গে কিংবা অন্য কাজ করে কোন রকমে আধ পেটা খেয়ে অতি কষ্টে জীবন বাঁচাতে হচ্ছে।তাই আনন্দটুকু হারিয়ে গেছে।আনন্দ সেদিন ফিরে আসবে যে দিন বন্ধ বাগান চা আবার চালু হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584