নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মা দুর্গার আগমনে করোনার দুঃখের জোয়ারে পুজাের আনন্দটুকু ভাগ করে নিতে মেদিনীপুর ছাত্রসমাজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও উপঢৌকনের ডালি পৌঁছে দিয়েছে জেলার প্রান্তিক এলাকায়।
ইতিপূর্বে প্রথম পর্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার কামদেবনগর,দ্বিতীয় পর্বে বাঁকুড়া জেলার গোঁসাইজনড়া,পতিজনড়া,কলামী,যুগিবাঁইদ গ্রাম,তৃতীয় পর্বে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ঠাকুরানপাহাড়ি ও শাঁখাভাঙা গ্রামের পাথরশিল্পীদের ও শবর পরিবারের বাচ্চাদের মাস্ক পরিয়ে নতুন বস্ত্র বিতরণ করেছে মেদিনীপুর ছাত্রসমাজ।
আরও পড়ুনঃ কান্দি পুরসভার পক্ষ থেকে ১০হাজার টাকার চেক প্রদান
সোমবার চতুর্থ পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ভবানীপুরের কিন্নরপাড়ায় ৩০ জনকে শাড়ি ও কৌশল্যার পতিতালয়ে ৩৫ জনকে শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল মেদিনীপুর ছাত্রসমাজের সদস্য-সদস্যারা। এই কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী,সম্পাদক রাজকুমার বেরা,সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক,কোষাধ্যক্ষ কৌশিক কঁচ,সমাজকর্মী ঝর্ণা আচার্য্য,প্রলয় মন্ডল,সোমা চট্টরাজ,রিতা ঘোষাল,অভিজিৎ চক্রবর্তী,গিরিধারী মাইতি প্রমুখেরা।
আরও পড়ুনঃ মাদারিহাটে স্বাধীনতা সংগ্রামী মানিক ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন
সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন,”প্রতিশ্রুতিমত এবারের পুজােতে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল শুভানুধ্যায়ী মানুষ সহায়তার জন্য হাত বাড়িয়েছেন,তাদেরকে কুর্নিশ জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584