বেলদায় বি এফ টি ও এর বস্ত্রদান শিবিরের আয়োজন

0
49

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

clothes distribution camp at belda
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের বেলদা বি এফ টি ও এর পক্ষ থেকে পুরনো জামা কাপড় সংগ্রহ করে গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয়।এখানে ‘এসো একটু হাত বাড়াই’ নাম দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই।উল্লেখ্য,বি এফ টি ও সংগঠনের এই উদ্যোগ বিশেষ জায়গা দখল করে নিয়েছে এলাকায়।রবিবার সকালে বেলদা থানার শ্যামপুরার কাছে প্রায় দেড় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিপেন্দু ভুইঞা,অরবিন্দ গিরি, সেক রিয়াজ,দিপক দাস,সম্পাদক নুর হোসেন খান প্রমুখ।

clothes distribution camp at belda
নিজস্ব চিত্র

সংগঠনের সম্পাদক নূর হোসেন খান জানিয়েছেন-“আমরা যারা একটু সচ্ছল পরিবারের তাদের খাওয়া-দাওয়া থেকে পরী-পোশাক কোনটাই খামতি থাকে না,কিন্তু আমাদের ব্যবহারের পর যদি বেশি অংশটা গরিব মানুষদের দান করতে পারি তবে ঈশ্বর প্রাপ্তি হয় আমি মনে করি।তাই বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ‘এসো একটু হাত বাড়াই’ এর উদ্যোগ।”

আরও পড়ুনঃ বন্ধ বান্ধাপানি চা বাগানে বস্ত্রদানের আয়োজন

শুধু পুরানো জামা কাপড় দান নয় বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে নতুন জামা কাপড় দান করা হয় এই দিন।এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট রা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here