নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুর্গাপূজা বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব আর মাত্র হাতে গোনা কয়েক দিন মা আসছে।কিন্তু ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রমোদ নগরের আদিবাসী পাড়ার কিছু মানুষ কোনোদিনও নতুন জামা পরে যায়নি দুর্গাপূজা দেখতে,যাবে কি করে দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে হিমশিম;নতুন জামা সে তো স্বপ্ন।প্রত্যেক বছর আসে পূজা কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেই মানুষগুলোর।এবার সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো জটেশ্বরের ‘এস ডি এফ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন।এবার তারা পূজার নতুন জামা কাপড় পরে এই মানুষ গুলো পূজা মণ্ডপে যেতে পারে সেটাই করলো।
স্বেচ্ছাসেবী সংগঠনের শাজাহান তালুকদার জানান,”আমরা গরিব দুঃখী মানুষ গুলোর মুখে হাসি ফুটাতে চাই তাই আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে।আজ প্রমোদনগর আদিবাসী পাড়া,জটেশ্বর সাহা পাড়া,আলীনগর,হাজরা পাড়ায় এই বস্ত্রদান করা হবে।আজ দশটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র এবং কিছু খাবার। আগামী সপ্তাহে ফের কুড়িটি পরিবারের হাতেও তুলে দেওয়া হবে নতুন বস্ত্র।”
নতুন বস্ত্র পেয়ে খুশি হয়ে বুদনী মুন্ডে বলেন,” আগে কোন দিন এই ধরনের কেউ এসে দেয়নি নতুন বস্ত্র । আজ খুব খুশি পরিবারে সবাই নতুন
বস্ত্র পেয়েছে।আবার এই নতুন শাড়ি পরে যাবো পূজায় ঘুরতে। খুব খুশি আজ ।”
এই অভিনব কাজকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট মহল ।
আরও পড়ুনঃ ভাগীরথীর ২ পর্বত শৃঙ্গ জয় রায়গঞ্জের ছয় পর্বতারোহীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584