শবর সম্প্রদায়ের রুগিদের পরিধেয় বস্ত্র বিতরণ হাসপাতাল সুপারের উদ্যোগে

0
85

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি নয় জন অসুস্থ শবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াল হাসপাতালের সুপার সহ সমগ্র হাসপাতালের কর্মচারীরা।গত কয়েক দিন আগে শবর মানুষ গুলি হাসপাতালে ভর্তি হয় কিন্তু তাদের পরনের কাপড় পাল্টানোর পয়সাও ছিলনা। হাসপাতালের সুপার নিত্যদিনের মত ভিজিটে যাওয়ার সময় দেখতে পান এই অবস্থা।তৎক্ষণাৎ কিছু বলেননি।অফিসে ফিরে কর্মচারীদের পুরো বিষয়টি জানান এবং সবাইমিলে চাঁদা তুলে ঐ শবর মানুষগুলিকে কাপড় কিনে দেবার জন্য তৈরী হয়।বুধবার শবর সম্প্রদায়ের মানুষদের কাপড় ও মহিলাদের নাইটি কিনে নিজ হাতে বিলি করেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক।

নতুন বস্ত্র তুলে দেওয়া চলছে।নিজস্ব চিত্র

চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষের এই মহান কাজে সমস্ত মানুষ সাধুবাদ জানিয়েছেন।যেখানে চিকিৎসকরা রুগীদের কাছে হেনস্থা হয় এমনকি কোন কোন অবস্থায় কপালে জোটে শারীরিক নিগ্রহ, সেখানে রুগীদের এই অবস্থা দেখে কর্তৃপক্ষের এগিয়ে আসাতে সৃষ্টি হল অনেক দৃষ্টান্তের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here