মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলেও গেল। আজ, বুধবার মহাষ্টমীর দিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বুধবার বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দশমীতেও দক্ষিণবঙ্গজুড়ে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ বিমান চলাচলে অসুবিধার অভিযোগ, ‘বুর্জ খলিফা’-র লেজার শো নেভাতে বাধ্য হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। মূলত, উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৫ অক্টোবর নাগাদ স্থলভাগে ঢুকতে পারে সেই নিম্নচাপ। সেই কারণেই নবমী ও দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584