মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।মঙ্গলবারেও গভীর থেকে অতি গভীর হয়েছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে জানা যায়, নিম্নচাপ ওড়িশার ভিতরে ঢুকে পড়ায় দুর্যোগ থেকে অল্পের জন্য রেহাই পেয়েছে বাংলা। সর্বশক্তি নিয়ে ওড়িশাকে ভাসাচ্ছে নিম্নচাপ। তবে নিম্নচাপের জেরে কলকাতায় চলবে টানা বৃষ্টি।
কলকাতা-সহ একাধিক জেলায় মঙ্গলবার সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও চলে। উড়ালপুলে বন্ধ হয় যান চলাচলও। ভারী বৃষ্টির কারণে আংশিকভাবে প্রভাবিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল। তবে কোনও উড়ান বাতিল করা হয়নি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বেশ কিছু উড়ান ছাড়তে দেরি করেছে।
এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ও শহরের নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে ইতিমধ্যেই। শহরতলীর একাধিক জায়াগা জল জমেছে এদিন। পাতিপুকুর, বেলগাছিয়া, ঠনঠনিয়া, বেনিয়াপুুকুর, আমহার্স্ট স্ট্রিট সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনায়।
আরও পড়ুনঃ হিন্দি দিবসে হিন্দি হরফে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যের উপকূলীয় এলাকাগুলিরও একই অবস্থা। জল জমে সর্বত্র। ভারী বৃষ্টির জেরে গ্রামাঞ্চলের পুকুর উপচে জল চলে এসেছে রাস্তায়। এরইমধ্যে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গিয়েছে বলে সূত্রের খবর। বেলা ১টার বুলেটিন অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, উদ্ধার ৩
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা বেজে ৫৭ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.৫৯ মিটার অর্থাৎ ১৫ ফুটের বেশি। লকগেট বন্ধ থাকবে বিকাল সাড়ে ৪ টে থেকে ৯ টা পর্যন্ত। আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ের মধ্যে মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি লকগেট বন্ধ থাকার সময়ে বৃষ্টি হয়, তাহলে ভাসবে কলকাতার বিস্তীর্ণ এলাকা। এদিন শহরের পাম্পস্টেশনগুলির সূত্রে এমনটাই জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584