নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কবার্তা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকায়। সারাদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুরের একাধিক এলাকায়।
সৈকত শহর দিঘাতে কয়েক পশলা বৃষ্টি হলেও সারাদিন আকাশ মেখলা ছিল। নিম্নচাপের জেরে পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে সৈকত। ঘিরে দেওয়া হয়েছে সৈকতের প্রতিটি রাস্তা। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুরের কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে সন্ধ্যে থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুনঃ ফের বাড়ল দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584