নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খাদ্য সামগ্রীর সাথে এবার একটি করে লুডু পালি বিতরণ করা হলো ক্লাবের পক্ষ থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাড়া দেশজুড়ে ঘোষণা করা হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে বাড়িতে দিন কাটাতে পারছেননা অনেকেই। অযথা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করছেন তারা। তাই সেই সকল মানুষকে বাড়িতে রাখার জন্য এক অভিনব উদ্যোগ নিল ‘কাজীচক সৃজনী সংঘ’ নামে এক ক্লাব সংগঠন।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী ছাত্রীর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দান
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ‘কাজীচক সৃজনী সংঘ’ নামক একটি ক্লাব সংগঠন। দুঃস্থ দিনমজুরদের ডেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার সাথে সাথে প্রত্যেককে একটি করে লুডু পালি বিতরণ করেন তারা। আবেদন জানান তারা যেন বাড়ির বাইরে অযথা না বেরন। এদিন করোনা নিয়ে এলাকার মানুষকে সচেতনও করেন তারা। আর এই মহতী উদ্যোগে শামিল হয় বেলদার পুলিশ-প্রশাসন। পরস্পর সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে দান সামগ্রী নিতে দেখা গেল এলাকাবাসীদের এদিন। চাল, ডাল, আলু, পিঁয়াজ অন্যান্য সামগ্রীর সাথে চার পাঁচটি করে ডিমও দেওয়া হয় এদিন। প্রথমে হাতে স্যানিটাইজার দিয়ে, পরে মাক্স পরিয়ে ব্যাগে উক্ত সামগ্রী ভোরে তাদের হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা। ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584