শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আমফান কাণ্ডে দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ বিলি করে প্রশাসনিক ভাবমূর্তি উজ্জ্বল করতে চেয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু ৪ মাস কেটে গেলেও সেই কাজ এখন শেষ না হওয়ায় উল্টে গলায় কাঁটা হয়ে বিঁধেছে রাজ্য সরকারের।
সোমবারই আমফান ক্ষতিপূরণ বন্টন নিয়ে সপ্তাহখানেকের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। আর এবার সমস্ত দায় ঝেড়ে ফেলতে ৭ দিনের মধ্যে আমফান ক্ষতিপূরণ সংক্রান্ত যাবতীয় কাজ সেরে ফেলতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ করোনা বিধির নজরদারিতে শ্রম দফতরকে আচমকা হানার নির্দেশ মুখ্যমন্ত্রীর
সোমবার প্রথম দফার ভার্চুয়াল বৈঠকের পর মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান- এই ৫ জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নবান্নে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ”আমফানের ক্ষতিপূরণ দেওয়ার কাজ ৩-৪ দিনের মধ্যে শেষ করে ফেলুন। আর ফেলে রাখবেন না।”
আরও পড়ুনঃ লাফিয়ে বাড়ছে আলু পেঁয়াজের দাম! মাথায় হাত মধ্যবিত্তের
ইতিমধ্যেই প্রথম বারের পর দ্বিতীয় বার আমফান ক্ষতিপূরণ বন্টনের তালিকা চূড়ান্ত করেছে রাজ্য। তাঁকে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, ”ক্ষতিপূরণের তালিকা তৈরির কাজ কোনও কোনও জেলায় ১ থেকে ২ শতাংশ বাকি আছে। খুব দ্রুত তা হয়ে যাবে।” কিন্তু এই কথায় সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কার নির্দেশ দেন, ‘তালিকা তৈরি হোক বা ক্ষতিপূরণ বন্টন, ৭ দিনের মধ্যেই যেন তা সমাপ্ত হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584