বিয়ে ক্যানসেল করা যাবে না! প্রয়োজনে রিনিউ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
193

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিয়ে ক্যানসেল করা যাবে না। লকডাউনে বিয়ের দিন স্থির করেও দিন পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেকেই। তাই রাজ্যে রূপশ্রী প্রকল্পে কেউ আবেদন করলেও যাতে সেই আবেদন বাতিল না হয়, তার জন্য মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, প্রয়োজনে আবেদন রিনিউ করুন, কিন্তু কোনওভাবেই বাতিল করবেন না।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ চিত্র

এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে অগ্রগতি সরকারি আধিকারিকদের কাছে জানতে চান। সেই সময়ে সবুজসাথী প্রকল্পের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হলেও রূপশ্রী প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে জানান সরকারি আধিকারিকরা।

আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে আমফানের ক্ষতিপূরণ কাজ শেষ করুন- নির্দেশ মুখ্যমন্ত্রীর

কেন এই দেরি, তা প্রশ্ন করতে প্রকল্পের দায়িত্বে থাকা আমলারা মুখ্যমন্ত্রীকে জানান, রূপশ্রী প্রকল্পে বেশ কিছু আবেদনে লকডাউনের জন্য বিয়ের তারিখ পরিবর্তন হয়েছে। ফলে এখনই টাকার দরকার নেই বলে জানিয়েছেন আবেদনকারীরা। ফলে ভেরিফিকেশনের প্রক্রিয়াতে কিছুটা দেরি হচ্ছে। তাই সরকারের কাছে টাকা থাকলেও আবেদনকারীরা টাকাও পাননি।

আরও পড়ুনঃ ‘বাংলার রসোরেমেতে কুকার খালি থাকবে না’, মিমের মোড়কে প্রচারের নয়া চমক তৃণমূলের

মুখ্যমন্ত্রী সেই সময়ে বলেন, করোনার জেরে মানুষ বিয়ে পিছোতে বাধ্য হচ্ছেন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত সরকারের। তাই রূপশ্রী প্রকল্পের আবেদন ক্যানসেল না করে প্রয়োজনে রিনিউ করার মতো সিদ্ধান্ত নিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here