রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে আজ বেলডাঙ্গা গোবিন্দসুন্দরী হাইস্কুল মাঠে দুপুর ১ টায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার কান্দী বিধানসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের নির্বাচিত বিধায়ক ছিলেন,প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এককালের রাজনৈতিক গুরু অধীর চৌধুরীর বিরুদ্ধে।
আজ বেলডাঙ্গায় মমতা বলেন,কংগ্রেস বিজেপির কাছে নিজের মাথা বিক্রি না করে অপূর্ব তৃণমূলে যোগদান করেছে।
একই সাথে তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, মাল্টি স্পেশালিটি হাসপাতাল, লালাবাগের মতিঝিল পার্ক সবই করা হয়েছে এই কয়েক বছরে।
মুর্শিদাবাদ জেলায় তিনটি আসন তৃণমূলের ক্ষেত্রে আবশ্যক কেননা তবেই ৪২ এ ৪২ করতে পারবে তৃণমূল৷ অধীর একদিকে আরএসএস বিজেপি নেতাদের সঙ্গে পড়ে থাকেন,আর অন্যদিকে বামেরা।মাঝে উনি হচ্ছেন সাম।এই ভাবেই তিনি কটাক্ষ করেন অধীর চৌধুরীকে।
বলেন,বহরমপুরের মানুষের উপর অনেক অত্যাচার করেছেন উনি।একই সাথে চ্যালেঞ্জ করছেন অধীরকে,যদি এতই ওনার ক্ষমতা তাহলে সিপিএমের সঙ্গে জোট করে বা বিজেপির সাথে মিলে সকালে সিপিএম, দুপুরে বিজেপি এবং রাত্রে কংগ্রেস কেন?এমনই প্রশ্ন তুলছেন নেত্রী।এখন হিন্দুস্তান পাকিস্তান লড়াই চলছে।মোদী ভোটে জিতে গেলে হবে মোদীস্থান।
কুড়ি লক্ষ হিন্দু বাঙালি নাম বাদ পড়েছে এনআরসিতে। বাংলায় এনআরসি হতে দেব না।এইরকমই জোর গলায় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস-বিজেপি-সিপিএম এনআরসির প্রতিবাদ করেনি। মিডিয়াদের কে সব কিনে নেওয়া হয়েছে।তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর ৪০ শতাংশ বেকার সমস্যা মিটিয়েছি।মোদি বাবু ব্যাংকে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিলেন,তা কি আদৌ পৌঁছেছে ঘরে ঘরে।কৃষকের পরিবার কেউ মারা গেলে দু লক্ষ টাকা, কন্যাশ্রী রূপশ্রী ছাত্র-ছাত্রীদের জন্য,স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং সবুজ সাথী প্রকল্পে এক কোটি সাইকেল সব করা হয়েছে এবং হচ্ছে।
কংগ্রেস কোথাও জিতবে না কত বাক্স সাদা কালো নীল হলুদ যদি কোথাও কিছু খারাপ দেখেন সঙ্গে সঙ্গে মোবাইলে ছবি তুলে নির্বাচন কমিশনে জানিয়ে দিন এই ঘোষণা করেন মমতা।
বিজেপির হার নিশ্চিত অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু, রাজস্থান,উত্তর প্রদেশ, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ।রাজ্যে তৃণমূলকে ৪২ এ ৪২ করবে এবং বিশেষ জোর দেওয়া হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের উপর।
বহরমপুর কেন্দ্র জিতলে যা চাইবে তাই পাবে জেলাবাসী এমন কথা বললেন মমতা ব্যানার্জি।
আরও পড়ুনঃ সাদিখাঁরদিয়ারে নির্বাচনী জনসভায় অভিনেতা দেব
এরপর তিনি চৌকিদার প্রসঙ্গ টেনে বললেন চৌকিদার চোর হে,চোকিদার ঝুটা হ্যায় হে বললেন।জনসভা থেকে তিনি পয়লা বৈশাখে মেয়েদের উলুধ্বনি এবং ছেলেদের হাত তালি দিয়ে পয়লা বৈশাখে সূচনা করতে বললেন।এরপর তিনি মুর্শিদাবাদের আরেকটি লোকসভা মুর্শিদাবাদের ভগবানগোলা মাঠে জনসভা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584