নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ মঙ্গলবার বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুর আড়াইটের দিকে মুখ্যমন্ত্রী আকশপথে এসে হাজির হন বিদ্যাসাগরের জন্মভিটে তথা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিরসিংহ গ্রামের পাশের গ্রাম পাতরায়। সেখান থেকে সড়ক পথে পৌঁছান বিরসিংহে। মুখ্যমন্ত্রী বিরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটে ঘুরে দেখার পর বীরসিংহ ভগবতী হাইস্কুলের মাঠে সরকারী সভাতে যোগ দেন তিনি।
এই সভা থেকে ৯৪ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৫৪ টি প্রকল্পের শিলান্যাস ও ৪০ টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি বেশ কিছু উপভোক্তার হাতে তুলে দেন সরকারী নানা প্রকল্পের সুবিধে। এর পর বক্তব্য রাখতে গিয়ে এদিন বিদ্যাসাগর সহ মনীষীদের সম্মান জানানো কেনো প্রয়োজন তা নিয়েই আলোচনা করেন।
পাশাপাশি তিনি ঘোষণা করেন, সারা বছর স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্যাসাগরেরে স্মরন অনুষ্ঠানের আয়োজন করতে। এরই ফাঁকে তিনি কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে খোঁচাও দিয়ে যান। বক্তব্যের শেষের দিকে শিক্ষা দফতরকে নির্দেশ দেন বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা কেন্দ্র গড়তে। সভা শেষে মুখ্যমন্ত্রী আবার ফিরে যান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কোলাঘাটে মুখ্যমন্ত্রী
রাত্রে সেখানে থেকে আগামিকাল অর্থাৎ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584