নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এক সময় যখন রাজ্যে বিরোধীরা বেকার যুবকদের কাজের দাবিতে অস্বস্তিতে ফেলে ছিল বর্তমান শাসক দলকে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চা শিল্প ও চপ শিল্পের কথাতে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল।

সেই জল্পনার মধ্যে পুনরায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তিন দিনের সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দীঘায় প্রশাসনিক বৈঠক শেষে রাস্তার ধারের চায়ের দোকানে গিয়ে মন্ত্রী ডিএম, এসপি, এবং চা দোকানের কর্মীকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন এবং নিজেও খেলেন।
প্রশাসনের সিকিউরিটি ছাড়াই দোকানে ঢুকে চা খেলেন। চায়ের দোকানে বসে থাকা গ্রামবাসীদের সাথে কথা বললেন।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানের সমর্থনে ডিওয়াইএফআইয়ের মিছিল
নিজের হাতে চা বানিয়ে দোকানদার কর্মীসহ মন্ত্রী-আমলাদের খাওয়া না তাও আবার রাস্তার ধারে ফুটপাতের দোকানে একপ্রকার নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584